নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলামের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বিজয়ী ইউপি সদস্য সিরাজুল ইসলামকে শপথবাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং , বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন কাজল, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত যে, বড়চতুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আলা উদ্দিন মৃত্যুবরণ করলে গত ৩ অক্টোবর উক্ত ওয়ার্ডের উপ-নির্বাচন সিরাজুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হন।
কানাইঘাট নিউজ ডটকম/১৩ নভেম্বর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়