কানাইঘাট নিউজ ডেস্ক:
বোয়িং আর এয়ারবাসকে টেক্কা দিতে চীনের আন্তর্জাতিক বিমান প্রদর্শনীতে বৃহৎ আকারের যাত্রীবাহী বিমানের উদ্বোধন করেছে চীন ও রাশিয়া।
যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্য যুদ্ধের কারণে এবার প্রদর্শনীতে এসেছে ভিন্ন আঙ্গিকে। কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না-কোমাক ও ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন-ইউএসি'র উদ্যোগে বিমানটি তৈরি হয়।
'সিআরনাইনটুনাই' যাত্রীবাহী বিমানটি ২০২৩ সালে মেইডেন ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে কোমাক কর্তৃপক্ষ। অনেক ক্রেতাই যুক্তরাষ্ট্র আর ইউরোপের বিমান ছেড়ে ঝুঁকছেন চীনে তৈরি বিমানের দিকে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়