কানাইঘাট নিউজ ডেস্ক:
মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের কান্দিবলি এলাকায় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক অনুষ্ঠানের মঞ্চে নাচতে নাচতেই এক নৃত্যশিল্পী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
হিন্দি গানের তালে নৃত্য পরিবেশনার সময় হঠাৎ মঞ্চে পড়ে যায় এক কিশোরী। অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো যায়নি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরী মারা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বলছে, মঙ্গলবার মুম্বাইয়ের কান্দিবলি এলাকায় বিজেপির অনুষ্ঠানে নাচের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক কিশোরী। এ ঘটনার চাঞ্চল্যকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠে নাচতে শুরু করে ওই কিশোরী। কয়েক সেকেন্ড নাচতেই হঠাৎ মঞ্চে পড়ে যায় সে। এসময় আয়োজকরা মঞ্চে উঠে ওই কিশোরীর চেতনা ফেরানোর চেষ্টা করেন। কিন্তু এতে ব্যর্থ হন তারা।
মুম্বাই পুলিশ বলছে, গত ২৩ নভেম্বর কান্দিবলির পশ্চিম লালজি পাড়ায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছিল বিজেপি। মঙ্গলবার সেখানে ছিল নাচের প্রতিযোগিতা। সেখানেই অংশগ্রহণ করতে যায় অনিশা শর্মা নামে ১২ বছরের ওই কিশোরী। মঞ্চে উঠে নাচ শুরু করতেই আছড়ে পড়ে ওই কিশোরী।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়