ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়কর মেলায় তৃতীয় দিন অতিবাহিত হলো। মেলার তৃতীয় দিন করদাতা ও সেবা গ্রহীতাদের পদচারণায় মুখরিত হয় মেলা প্রাঙ্গন। এদিন আয়কর সংগ্রহ হয়েছে ২৪৪ কোটি ৮২ লাখ ২৬৯ হাজার ৮৩৩ টাকা।
প্রথম দিন মঙ্গলবার আদায় হয় ২১৮ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৪৮ টাকা। প্রথমদিন মেলায় সেবা নিয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৯৯ জন।
দ্বিতীয় দিনে আয়কর সংগ্রহ হয় ৫৫১ কোটি ১৫ লাখ ২০ হাজার ৩৯৮ টাকা। তাছাড়া দ্বিতীয় দিনে মেলায় ২ লাখ ৩৬ হাজার ৪৫৫ জন সেবা গ্রহণ করেছেন। আর রিটার্ন দাখিল হয়েছে ৬৫ হাজার ৫টি। ই-টিআইএন নিয়েছেন ৫ হাজার ৯২২ জন।
তিন দিন মিলে কর রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ১৪ কোটি ৪০ লাখ টাকা।
উল্লেখ্য ১৩ নভেম্বর মঙ্গলবার দেশব্যাপী করমেলা শুরু হয়। রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরে এই মেলা ১৯ নভেম্বর পর্যন্ত চলবে।এছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৩২টি উপজেলায় দুই দিন করে মেলা হবে। পাশাপাশি ৭০টি উপজেলায় এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়