Saturday, November 17

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ৭১, নিখোঁজ হাজার ছাড়িয়েছে

কানাইঘাট নিউজ ডেস্ক:
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে নিখোঁজের সংখ্যা শুক্রবার ১ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে উদ্ধার কর্মীরা এ দাবানলে পুড়ে যাওয়া আরো আট দেহাবশেষ উদ্ধার করেছে। কর্তৃপক্ষ একথা জানায়।
বাট্টি কাউন্টি শেরিফ কোরি হোনেয়া জানান, নিখোঁজের সংখ্যা বৃহস্পতিবারের ৬৩১ থেকে বেড়ে শুক্রবার ১ হাজার ১১ জনে দাঁড়িয়েছে। এক্ষেত্রে নিখোঁজের আরো খবর আসছে। এছাড়া গত ৮ নভেম্বর দাবানল ছড়িয়ে পড়ায় করা জরুরি কলগুলো পর্যালোচনা করা হচ্ছে।
খবরে বলা হয়, আরো ৮টি দেহাবশেষ উদ্ধার হওয়ায় কথিত এ ক্যাম্প ফায়ারে মারা যাওয়া লোকের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়ালো।
এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে উলসে ফায়ার নামের আরেকটি দাবানলে আরো তিনজনের মৃত্যু হয়েছে। হোনেয়া আরো বলেন, নিখোঁজের তালিকা খুব দ্রুত লম্বা হলেও এর অর্থ এই না যে এ তালিকায় থাকা সকলে মারা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়