কানাইঘাট নিউজ ডেস্ক:
বলিউডের একজন নামকরা পরিচালক ও প্রযোজক করণ জোহর। সেরা পরিচালক হিসেবে তিনি একাধিক বার জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ছবি পরিচালনা ছাড়াও আরও একটি বিশেষ গুণ রয়েছে এই চলচ্চিত্র নির্মাতার। নিজের জীবন সম্পর্কে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন।
মনের কোনো কথাই লুকিয়ে রাখেন না করণ জোহর। প্রকাশ করে দেন নির্দ্বিধায়। এবারও তাই করলেন। অপকটে তিনি স্বীকার করলেন, সুযোগ পেলে তিনি নাকি অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করতেন।
তার জনপ্রিয় সেলিব্রেটি টক শো ‘কফি উইথ করণ’-এ রবিবারের এপিসোডে কোনো রাখঢাক না করেই এ কথা জানিয়ে দেন পরিচালক। এদিন অভিনেতা আমির খানের বিপক্ষে প্রথমবার তিনি র্যাপিড ফায়ার রাউন্ড খেলেন। সেখানে বিশেষ বিচারক ছিলেন আইটেম গার্ল মালাইকা অরোরা। এই রাউন্ডেই তার বেস্ট গার্ল ফ্রেন্ডের কথা প্রকাশ করেন করণ।
বলিউড অভিনেতা সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর এবং খিলাড়ি অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খানা তার খুবই ঘনিষ্ঠ দুজন বন্ধু। এই দুজন থেকেই যেকোনো একজনকে বেছে নিতে বলা হয় করণ জোহরকে। প্রথমে বেগ পেলেও শেষমেষ তিনি কারিনাকেই এগিয়ে রাখেন। বলেন, ‘সুযোগ থাকলে কারিনাকে বিয়ে করতাম।’
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়