কানাইঘাট নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনটি মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাংসদ সেলিম উদ্দিন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক উপদেষ্টা সেলিম উদ্দিন সিলেট-৫ আসনে একটি মনোনয়নপত্র ও সিলেট-৬ আসনে দলীয়ভাবে একটি এবং স্বতন্ত্রভাবে একটি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি তিনটি মনোনয়নপত্র জমা দেন। এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী রুহুল আমিন রাজু ও একান্তজন জকিগঞ্জ উপজেলা যুব সংহতির সাবেক আহবায়ক জালাল উদ্দিন।
জকিগঞ্জ উপজেলা যুব সংহতির সাবেক আহবায়ক জালাল উদ্দিন জানান, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি সিলেট-৫ ও সিলেট-৬ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন। বুধবার দলীয় দুটি মনোনয়নপত্র জমাদানের পাশাপাশি কৌশলগত কারণে সিলেট-৬ আসনে স্বতন্ত্রভাবে একটি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তাঁর সাথে সিলেট-৫ ও ৬ আসনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়