Sunday, November 25

সিলেট-৫ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন হাফিজ মজুমদার

কানাইঘাট নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেওয়া চলছে রবিবার সকাল থেকে। সিলেটের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিই সকালে ঘোষণা করা হলেও বাকি ছিল সিলেট-২ এবং সিলেট-৫। তবে দিনের শেষ বেলায় এসে সিলেট-৫ আসনের মনোনয়ন পেয়েছেন আসনের সাবেক সংসদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। রবিবার সন্ধ্যার দিকে হাফিজ আহমদ মজুমদারের মনোনয়ন পাওয়ার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্টজন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।

সূত্র: সিলেট ভিউ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়