কানাইঘাট নিউজ ডেস্ক:
'আমার সুন্দরীরা। মায়ের প্রশংসা ছাড়া কোনো বাচ্চার জন্মদিন পূর্ণ হয় না'—কন্যা আরাধ্যা বচ্চনের জন্মদিনে বাবা অভিষেক বচ্চন এভাবেই শুভেচ্ছা জানালেন। সাত বছরে পা রেখেছে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেকের কন্যা আরাধ্যা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেয়ে আরাধ্যা ও তার মা ঐশ্বরিয়ার ছবি পোস্ট করেছেন অভিষেক। ছবিতে মা ও মেয়েকে দেখে মনে হচ্ছে এটা যেন দীপাবলির ছবি। মেয়ে ও মা ভারতীয় ঐতিহ্যের পোশাক পরে ক্যামেরায় পোজ দিয়েছেন।
পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার অর্থাৎ আরাধ্যাকে দেওয়ার জন্য স্ত্রী ঐশ্বরিয়াকে ধন্যবাদ জানান অভিষেক। লেখেন, 'তাকে জন্ম দিয়ে, ভালোবেসে, লালন-পালন করে সে যা করেছে, তা একদম ওয়ান্ডার ওম্যানের মতো! মিসেস, এমন সেরা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ... আমাদের মেয়ে! আর ছোট্ট দেবী, শুভ জন্মদিন, আরাধ্যা।'
অভিষেক প্রথমে তাঁর, ঐশ্বরিয়া ও আরাধ্যার একটি অঙ্কনচিত্র শেয়ার করে মেয়েকে শুভেচ্ছা জানান। এটা এক ভক্তের আঁকা। তিনি লেখেন, 'শুভ জন্মদিন, ছোট্ট রাজকুমারী। তুমি আমাদের পরিবারের গর্ব ও আনন্দ। প্রার্থনা করি তুমি সবসময় সুখে, খুশিতে, আনন্দে, হাসিমুখে থেকো। আমার হৃদয় উজাড় করে তোমাকে ভালোবাসা জানাই।'
দাদু অমিতাভ বচ্চনও নিজের অফিশিয়াল ব্লগে নাতনি আরাধ্যাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'ভালোবাসা, আশীর্বাদ ও শুভ কামনা রইল। ওর সব স্বপ্ন পূরণ হোক। বাড়িতে আরাধ্যা বচ্চন এক আশীর্বাদ। দীর্ঘায়ু হও, খুশিতে বাঁচো, গর্বের সঙ্গে বাঁচো।'
সূত্র : এনডিটিভি
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়