জানুয়ারিতে ৩২ বছর বয়সে পা দেবেন লুইস সুয়ারেজ। এর মধ্যেই এ তারকার বিকল্প খোঁজা শুরু করছে বার্সেলোনা।কারণ সুয়ারেজের এমন বয়স নিয়ে চিন্তিত বার্সা। তাই আক্রমণভাগে তার বিকল্প স্ট্রাইকার খুঁজছে বার্সা পরিচালকরা।
যদিও বর্তমানে দাপিয়ে খেলছেন সুয়ারেজ। বিশেষ করে সবশেষ এল ক্লাসিকোতে হ্যাটট্রিকের জন্য সুয়ারেজকে বিশেষভাবে মনে রাখতে চাইবে ভক্তরা।
২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন সুয়ারেজ। ন্যু ক্যাম্পের ক্লাবটিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতায় ২১২ ম্যাচে ১৫৮ গোল করেছেন তিনি। সুয়ারেজের বিকল্প হিসেবে ক্রাইজটফ পিয়াতেকের ওপর নজর রাখছে বার্সা। সিরি’আতে শেষ ১১টি অফিসিয়াল ম্যাচে ১৩ গোল করেছেন জেনোয়ার এ স্ট্রাইকার। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ধারে খেলতে দেওয়া প্যাকো আলকাসেরকে আবারো ফেরাতে পারে বার্সা।
সুয়ারেজের বিকল্প হিসেবে আরো একজন তুরণ খেলোয়াড়ের নাম শোনা যাচ্ছে। তিনি লিলের ফুটবলার নিকোলাস পেপে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়