Monday, November 12

স্যামসাংয়ের নতুন ফ্লিপ ফোন

কানাইঘাট নিউজ ডেস্ক:
বাজারে নতুন মডেলের ফ্লিপ ফোন আনলো স্যামসাং। এটার মডেল ডব্লিউ২০১৯। গতবছর প্রতিষ্ঠানটি ডব্লিউ২০১৮ মডেলের ফ্লিপ ফোন এনেছিল। এটি স্যামসাংয়ের দ্বিতীয় অ্যানড্রয়েড ফ্লিপ ফোন। স্যামসাংয়ের ডব্লিউ২০১৯ মডেলের ফ্লিপ ফোনটি ডায়মন্ড কাট ফিনিশ ডিজাইনে তৈরি। ৪.২ ইঞ্চির আলমন্ড ডিসপ্লের ফোনটিতে রয়েছে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের ফ্লিপ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর যুক্ত। এতে রয়েছে ৬ জিবি ব়্যাম। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে ফ্লিপ ফোনটি পাওয়া যাবে। ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। দুই রিয়ার ক্যামেরাই ১২ মেগাপিক্সলের। আর সেলফির জন্য রয়েছে ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। ৩০৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সম্বলিত ফোনটিতে ব্লুটুথ, জিপিএস, ওয়াইফাইয়ের মতো সাধারণ ফিচারগুলো থাকছে। এর সাইড বাটনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। ফোনটির দাম ১ হাজার ৪৩৯ ডলার। আপাতত শুধু চীনের বাজারেই ফোনটি পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়