Sunday, November 4

কানাইঘাট উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা  রবিবার বিকেল ২টায় স্থানীয় আলরিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের অাহবায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আব্দুল হেকিম শামীমের পরিচালনায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-অাহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আমন্ত্রিত অতিথি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী। 

উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম-অাহবায়ক যথাক্রমে জালাল আহমদ, ফখরুদ্দীন, শামীম, অলিউর রহমান, রিংকু চক্রবর্তী, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হুসেন কাজল, বড় চতুল ইউপির সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজির উদ্দিন প্রধান, আজমল হোসেন, ছয়ফুল আলম, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, উপজেলা যুবলীগের অাহবায়ক এনামুল হক, স্বেচ্ছা সেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওদুদ, যুগ্ম অাহবায়ক জহিরুল ইসলাম, যুবলীগের যুগ্ম অাহবায়ক এসএম মাহবুবুল আম্বিয়া কৃষকলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক হারিছ আহমদ,সাবেক ছাত্রলীগ নেতা আছাদ উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান, কানাইঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর  রহমান প্রমুখ।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসন্ন সংসদ নির্বাচনে সিলেট ৫ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী দেওয়ার জোর দাবী জানান। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অাহবান জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনাকে ৫ আসন উপহার দিতে হলে নৌকা মার্কার কোন বিকল্প নেই। 

নির্বাচন কে সামনে রেখে বর্ধিত সভায় ভোটকেন্দ্র পরিচালনা কমিটি গঠন সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

কানাইঘাট নিউজ ডটকম/০৪ নভেম্বর ২০১৮


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়