Monday, October 1

নকিয়া ৬.১ প্লাস দেশের বাজারে

কানাইঘাট নিউজ ডেস্ক:

নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল সোমবার বাংলাদেশে নকিয়া ৬.১ প্লাস আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ল। 

স্মার্ট স্টোরিটেলিং ফিচারের সঙ্গে নকিয়ার নতুন এই ফোনে রয়েছে একটি বহুমাত্রিক ডিসপ্লে। যার মাধ্যমে ভিডিও দেখা, বন্ধুদের সঙ্গে মেসেজিং এবং যাবতীয় সোশ্যাল ফিড একসঙ্গে ব্যবহার করা যায়। 

এই নতুন হ্যান্ডসেট উদ্বোধনের দিন থেকে প্রথম পাঁচদিন এক্সক্লুসিভলি গ্যাজেট অ্যান্ড গিয়ারে পাওয়া যাবে। এরপর থেকে দেশব্যাপী পাওয়া যাবে নকিয়া ৬.১ প্লাস।
 
নকিয়া ৬.১ প্লাস  চকচকে কালো, চকচকে সাদা এবং চকচকে মধ্যরাতের নীল রঙে পাওয়া যাবে।  ফোনটির মূল্য ২৭ হাজার ৯৯০ টাকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়