Monday, September 10

রাস্তা পারাপারের সময় যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি

ডেস্ক : রাস্তায় চলাচলের কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব। রাস্তায় চলার সময় যে বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। ১. রাস্তা পার হওয়ার সময় গাড়ি দেখে পার হবেন। ২. ফোনে কথা বলবেন না। ৩. জেব্রা ক্রসিং ব্যবহার করুন। ৪. ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। ৫. জেব্রা ক্রসিং না থাকলে সামনে-পেছনে, ডানে-বাঁয়ে দেখে পার হন। ৬. রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণের লাইটের সংকেত দেখে নিতে হবে। ৭. লাল বাতি মানে থামুন, হলুদ বাতিতে তৈরি হও, সবুজে সামনে চলতে শুরু করতে হবে। ৮. পাবলিক বাসে ওঠানামার সময় সতর্ক থাকুন। ৯. আমাদের দেশে গাড়িগুলো সাধারণত রাস্তার বাম দিক দিয়ে চলে তাই ডানপাশ দিয়ে হাঁটুন। ১০. বাইক চালানোর সময় ফুটপাতে ওঠাবেন না। ১১. গাড়ি চালানোর সময় অবশ্যই খেয়াল রাখুন, সতর্ক থাকুন। রাস্তায় নিরাপদে থাকতে, ট্রাফিক আইন মেনে চলুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়