Wednesday, September 19

কানাইঘাট বাজার থেকে বিষযুক্ত তেলাপিয়া মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বাজারে বিষযুক্ত পঁচা তেলাপিয়া মাছ বিক্রিকালে বুধবার দুপুর ১টার দিকে অদন দাস (২৫) নামে এক যুবক কে আটক করে বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকরা উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছেন। পরে জব্দকৃত প্রায় ২৫০কেজি পঁচা তেলাপিয়া মাছ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে নিয়ে আসা হলে নির্বাহী কর্মকর্তা
তানিয়া সুলতানা কেরোসিন তেল প্রয়োগের মাধ্যমে মাছগুলো পুঁতে ফেলার নির্দেশ দেন মৎস্য অফিসের কর্মকর্তাদের। প্রত্যদর্শীরা জানান, জৈন্তাপুর উপজেলার শরুখেল গ্রামের কুটি মনি দাসের পুত্র অদন দাস জৈন্তাপুরের কাঠার বাজার এলাকার একটি ফিসারির বিষ প্রয়োগ দিয়ে নিধন করা বিষাক্ত পঁচা তেলাপিয়া মাছ একটি পিকাপ গাড়িযোগে কানাইঘাট মাছ বাজারে বিক্রি করতে নিয়ে আসে। দূর্গন্ধ ছড়িয়ে পড়া পচা তেলাপিয়া মাছ বিক্রি করতে অদন দাসকে বাধা,নিষেধ করলে সে মারমুখী হয়ে উঠলে প্রত্যদর্শীরা ঘটনাটি কানাইঘাট প্রেসকাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও সহ সম্পাদক আব্দুন নূর কে জানান। পরে তাঁরা তাৎণিক বিষয়টি মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার ও সেনেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদকে জানালে তাঁরা বাজারে এসে ২৫০কেজি পচা তেলাপিয়া মাছ সহ অদন দাসকে আটক করেন। পচা মাছ বিক্রির সাথে জড়িত অদন দাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) লুসিকান্ত হাজং কানাইঘাট নিউজকে জানিয়েছেন।

কানাইঘাট নিউজ ডটকম/১৯সেপ্টেম্বর২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়