Tuesday, September 11

রিমুভার ছাড়া নেলপলিশ তোলার ঘরোয়া উপায়

ডেস্ক : নখে নেলপলিশ মেয়েদের সাজগোজের একটি বড়ো অংশ। লাল থেকে নীল কালো সবই মেয়েদের ফেভারিট রঙের লিস্টে৷ অনেক মেয়েরাই ঘন ঘন নেলপলিশ চেঞ্জ করতে পছন্দ করেন। কিন্তু কাজের ব্যস্ততার মাঝে বারবার তুলোয় রিমুভার লাগিয়ে পুরনো রঙের নেলপলিশ তুলে নতুন নেলপলিশ পড়া বেশ ঝামেলার৷ অন্যদিকে রিমুভার শেষ হয়ে গেলেও আর কিছু করার থাকে না৷ রিমুভার শেষ হয়ে গেলে নেলপলিশ তোলার উপায় নিয়ে প্রতিবেদন তৈরি করেছে ডিএমপি নিউজ। নানা রকমের উপায় আছে নেলপলিশ তোলার৷ নখের ওপর সরাসরি ডিওডরেন্ট স্প্রে করে দিন৷ তারপর তুলো দিয়ে ঘষে তুলে নিন৷ একবারে রিমুভারের মতোই উঠে গিয়েছে৷ একবার স্প্রে করে না উঠলে দ্বিতীয় বার করতে পারেন৷ কিন্তু ডিওডরেন্ট শুকনোর আগেই তুলে ফেলুন৷ ডিওডরেন্টের মতই অন্যান্য পারফিউমও ব্যবহার করতে পারেন ডিওডরেন্টের বদলে৷ তবে পারফিউমটা তুলোয় ঢেলে নিয়ে তবে ব্যবহার করুন৷ নেলপলিশ তুলতে টুথপেস্টও খুব কার্যকরী৷ মিন্ট দেওয়া টুথপেস্ট ব্যবহার করলে আরও ভালো৷ পুরনো একটি টুথব্রাশে অল্প টুথপেস্ট নিয়ে নখের উপর ঘষতে থাকুন৷ দেখবেন একেবারে নেলপলিশ উঠে গিয়েছে৷ তারপর নখটা ভালো করে ধুয়ে ফেলুন পানি দিয়ে৷ হ্যান্ড স্যানিটাইজারও রিমোভারের ভালো কাজ করে৷ অথবা যেকোনও লিকুইড স্যানিটাইজার৷ এমনকি রিমোভারের চেয়ে দ্রুত কাজ করবে৷ হার্ডস্প্রে অথবা হেয়ারস্প্রেও নেলপলিশ তোলার কাজে ব্যবহার করতে পারেন৷ ডিওডরেন্টের মতোই নখে স্প্রে করে ঘষে ফেলুন৷ পাতলা কাপড় বা তুলো কিংবা টিস্যু দিয়ে তুলে ফেলুন৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়