নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ গত রবিবার রাত ৮টার দিকে চতুল বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৩০কার্টুন (ছয় হাজার পিস)বিদেশী সিগারেটসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই স্বপন চন্দ্র সরকার একদল পুলিশ নিয়ে চতুল বাজারের চাল ব্যবসায়ী মাসুক আহমদের দোকানে অভিযান চালিয়ে চটের বস্তায় রক্ষিত মিয়ানমারের পিকক ৩০কার্টুন সিগারেট সহ মাসুক আহমদকে আটক করেন। মাসুক আহমদের বাড়ি স্থানীয় দূর্গাপুর গ্রামে। তাঁর পিতার নাম মৃত ফখরুল ইসলাম। জব্দকৃত সিগারেটের বাজার মূল্যে আনুমানিক ২৫হাজার টাকা হবে বলে জানা গেছে। এব্যাপারে এসআই স্বপন চন্দ্র সরকার বাদী হয়ে ধৃত মাসুক আহমদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। থানার মামলা নং:১১(১০/০৯/১৮)।
কানাইঘাট নিউজ ডটকম/১০সেপ্টেম্বর ২০১৪৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়