ডেস্ক :
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাসারাওয়া রাজ্যের একটি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।
সোমবার দেশটির সরকার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাজ্যের রাজধানী লাফিয়ায় এ বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারে গ্যাস ভরার সময় এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
নাসারাওয়া রাজ্যের দমকল বিভাগের উপপ্রধান দানজুমা বিসাল্লা বলেন, বিক্রেতাদের বারবার গ্যাসের লিক সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। তারপরও এ ধরনের ঘটনা রোধ করা যাচ্ছে না। এক পথচারী মিডিয়াকে বলেন, আহতদের অধিকাংশই উৎসুক দর্শক। তারা গ্যাস ভর্তির সময় সেখানে দাঁড়িয়ে ছিলেন।
প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তার মুখপাত্র গার্বার শেহু এক শোক বার্তায় বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন মারা গেছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।’
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়