নিজস্ব প্রতিবেদক:
উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অর্নুধ্ব-১৭) সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা বুধবার(২৯আগস্ট) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি তানিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের পরিচালনায় প্রস্তুতি সভায় সংশ্লিষ্ট দপ্তরের সরকারী কর্মকর্তা, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার অংশগ্রহণে সুন্দর ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর মেয়রকে আহবায়ক করে ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই করে টিম গঠন ও লটারীর মাধ্যমে সভায় টুর্নামেন্টের ফিক্সার চুড়ান্ত করা হয়। নকআউট পর্বের এ টুর্নামেন্ট কানাইঘাট উপজেলা পর্যায়ের খেলা আগামী ৭ সেপ্টেম্বর কানাইঘাট সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। ৭ ও ৮ সেপ্টেম্বর ৫টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিন রাজাগঞ্জ ইউনিয়ন বনাম দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন, ৫নং বড়চতুল ইউনিয়ন বনাম ৬ নং সদর ইউনিয়ন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বনাম ৪নং সাতবাঁক এবং ৮ সেপ্টেম্বর ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন বনাম ৩নং দিঘীরপার ইউনিয়ন, ১নং লক্ষীপ্রসাদ
পূর্ব ইউনিয়ন বনাম কানাইঘাট পৌরসভা ফুটবল একাদ্বশ একে অপরের মোকাবেলা করবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, ক্রীড়া সংগঠক পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কানাইঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেইন বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল হোসেন, কানাঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার, যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা আব্দুল আউয়াল, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ক্রীড়া সংস্থার সদস্য নিজাম উদ্দিন, সহ-সম্পাদক মোঃ আব্দুন নূর, কানাইঘাট খেলোয়াড় কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কৃতি ফুটবলার এফ ইসমাইল আলী,শ্রমিকলীগের সভপতি জসিম উদ্দনি প্রমুখ। প্রস্তুতি সভা শেষে ক্রীড়ার সংস্থার নেতৃবৃন্দ টুর্নামেন্টের ভেনু কলেজ মাঠ পরিদর্শন এবং কলেজের অধ্যক্ষ সামছুল আলম মামুন সহ শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৯আগস্ট ২০১৮ ইং
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়