কানাইঘাট নিউজ ডেস্ক:
সোমবার মধ্যরাত থেকে মোবাইল ফোনের সর্বনিম্ন কলরেট হবে ৪৫ পয়সা। তবে সর্বোচ্চ কলরেট আগের মতোই ২ টাকা থাকবে।
সোমবার দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক জানান, মোবাইল ফোনে কলরেটের নতুন সীমা সর্বনিম্ন ৪৫ পয়সা। আর সর্বোচ্চ সীমা ২ টাকা। এত দিন একই অপারেটরে (অননেট) কল করার সর্বনিম্ন মূল্য ছিল ২৫ পয়সা আর অন্য অপারেটরে (অফনেট) কল করার সর্বনিম্ন মূল্য ছিল ৬০ পয়সা।
অপারেটরদের দাবি, নতুন এই কলরেটে গ্রাহকের ফোন করার খরচ কমবে। কারণ এত দিন অননেট কলে সর্বনিম্ন মূল্য কাগজে-কলমে ২৫ পয়সা হলেও প্রকৃতপক্ষে গ্রাহকের খরচ হতো ৪০ পয়সা। আর অফনেট অর্থাৎ অন্য অপারেটরে কল করার খরচ পড়ত ৯০ পয়সা থেকে ১ টাকা ৪৫ পয়সা পর্যন্ত। একক কলরেট চালু হলে অননেট কলের খরচ ৫ পয়সা বাড়বে, কিন্তু অফনেট কলের খরচ কমবে ৪৫ থেকে ৫০ পয়সা।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়