নিজস্ব প্রতিবেদক:
অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-৭০৭ শাখার অন্তর্ভূক্ত কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ড শাখার নতুন করে নির্বাচন দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ এবং ৭০৭ শাখার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের বরাবরে শাখার অনেক সদস্যরা স্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত মঙ্গলবার(২৮আগস্ট) রাতে থানার ওসি (তদন্ত) নুনু মিয়া এবং আজ বুধবার(২৯আগস্ট) নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার বরাবরে দায়েরকৃত অভিযোগের শাখার অটোরিকশা সিএনজি চালকরা জানান, বিগত ২৮/০৭/২০১৬ইং তারিখে ৭০৭ শাখার অন্তর্ভূক্ত উত্তর বাজার শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে শাখার সদস্যদের ভোটে নূর হোসেন সভাপতি নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যে সৌদি আরবে চলে গেলে সদস্যদের কোন ধরনের মতামত না নিয়ে শাখার সাবেক সভাপতি বর্তমানে বাস-মিনিবাস কানাইঘাট বাসস্ট্যান্ডের ম্যানেজার ফিরোজ মিয়া কে অবৈধভাবে সভাপতি করা হয়। বর্তমান সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শাখার আয়-ব্যায়ের কোন হিসাব না দিয়ে গোপনে কুয়েত চলে যাওয়ার পায়তারা করছেন। শাখার লক্ষ লক্ষ টাকার আয়-ব্যায়ের কোন ধরনের হিসাব না দিয়ে ফিরোজ মিয়া ও জামাল উদ্দিন মিলে শাখার টাকা লুটপাট করেছেন। এমন কি গোপনে এ দুজন মিলে জেলা নেতৃবৃন্দর ভুল বুঝিয়ে সদস্যদের কোন ধরনের মতামত না নিয়ে কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদকের পদে মনোনীত করায় স্ট্যান্ডের অটোরিকশা সিএনজি চালকদের মধ্যে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যে কোন সময় শাখার অটোরিকশা চালকদের মধ্যে বড় ধরনের অনাকাংখিত ঘটনা ঘটতে পারে।
কানাইঘাট নিউজ ডটকম/২৯আগস্ট২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়