Sunday, August 12

কানাইঘাট বাজারে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা রোড উত্তর বাজারে গত শুক্রবার মধ্য রাতে দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে এএম এন্টার প্রাইজ এর মালিক ব্যবসায়ী আলমাছ উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় গত শনিবার অজ্ঞাতনামা দূর্বৃত্তদের আসামী করে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির চিত্র তোলে ধরে অভিযোগ দায়ের করেন। এছাড়া গত শনিবার রাতে উপজেলা রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের সাথে সাক্ষাত করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবী জানালে এব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন ওসি আব্দুল আহাদ। এএম এন্টারপ্রাইজের মালিক আলমাছ উদ্দিন জানান, গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের সার্টারের তালা লাগিয়ে বাড়ীতে চলে যান। গভীর রাতে তাকে মোবাইল ফোনে জানানো হয় তার দোকানের সার্টার ভাংগা ভিতরে আগুন জলছে। এমন সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দেখতে পান তার ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে গেছে। আগুন আশপাশ আরো ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। এক পর্যায়ে আশপাশের লোকজন ঘুম থেকে জেগে উটে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রতিহিংসা পরায়ণ হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে আলমাছ উদ্দিন জানান। 

কানাইঘাট নিউজ ডটকম/১২আগস্ট২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়