Wednesday, August 1

মেক্সিকোতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আহত ৮৫

কানাইঘাট নিউজ ডেস্ক: মেক্সিকোতে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় কেউ নিহত না হলেও অন্তত ৮৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার মেক্সিকোর দুরাঙ্গো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। গুয়াদুলুপ ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানী মেক্সিকো সিটির উদ্দেশে রওনা দেয় অ্যারোমেক্সিকো ফ্লাইটটি। ১০ কিলোমিটার যাওয়ার পরই দুরাঙ্গো প্রদেশে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। রাজ্যের গভর্নর হোসে আইসপুরা এক টুইটার বার্তায় জানান, বিমানটিতে ১০১ জন আরোহী ছিল। তবে সেটি বিধ্বস্ত হলেও কেউ মারা যাননি। ৮৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ‍দুইজনের অবস্থা আশঙ্কাজনক। অ্যারোমেক্সিকো নামের এএম২৪৩১ ফ্লাইটটি গুয়াদালুপে ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মেক্সিকো সিটির উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটি বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়। বিমানটির আহত আরোহীদের নাম-পরিচয় কিংবা তারা কোন দেশের নাগরিক সেটি তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। গুয়াদালুপে ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর পরিচালক গ্রুপো অ্যারোপোরতুয়ারিও সেন্ত্রো নর্তে জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, খারাপ আবহাওয়ার জন্য এ দুর্ঘটনা ঘটেছে। বিমানটি প্রচণ্ড বৃষ্টির মাঝে উড্ডয়ন করে। পরে জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়