Monday, August 13

কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা আজ  সোমবার সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলাতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং, পৌর মেয়র নিজাম উদ্দিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, জাপানেতা আলা উদ্দিন মামুন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, দিঘীরপার ইউনিয়নের চেয়ারমান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন রশিদ, কানাইঘাট থানার এসআই হুমায়ূন কবির, সুরইঘাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহিউদ্দিন সহ কমিটির সদস্যবৃন্দ। সভায় আসন্ন ঈদুল আজহা উপলে গরু চুরি বন্ধে এবং আইনশৃংখলার উন্নয়নে পুলিশি টহল জোরদার এবং সীমান্ত এলাকায় চোরাচালানী ও অবৈধভাবে ভারত থেকে সীমান্ত এলাকা দিয়ে গরু-মহিষ আমদানী বন্ধে বিজিবি কে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ বলেন, ঈদকে সামনে রেখে গরু চোরেরা তার ২টি গরু চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন স্থানে গরুর চুরির ঘটনা ঘটছে। এসআই হুমায়ূন কবির কানাইঘাট উপজেলার সার্বিক আইন শৃংখলা স্বাভাবিক রয়েছে বলে জানান। চেয়ারম্যান মস্তাক পলাশ তিনি লোভাছড়া পাথর কোয়ারির ইজারদার কিন্তু কিছুদিন ধরে একটি চক্র অবৈধভাবে কোয়ারির পাহাড়ী এলাকা ও টিলা কেটে পাথর উত্তোলন করছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তিনি আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান। উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা পবিত্র ঈদুল আযহা উৎসব মুখর পরিবেশে পালনের জন্য যেকোন ধরনের নাশকতা মূলক কর্মকান্ডের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান এবং ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও চলমান ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে অবৈধ যান বাহন বিরোধী অভিযান আরো জোরদার করার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।  

কানাইঘাট নিউজ ডটকম/১৩আগস্ট ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়