Friday, August 10

সিলেটে ছাত্রলীগের কমিটি সেপ্টেম্বরে

কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, এ বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের পর মাজার জিয়ারতের উদ্দেশে শুক্রবার (১০ আগস্ট) সিলেটে এসেছেন গোলাম রাব্বানী। এদিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সংগঠনের নেতাকর্মীদের সামনে এসব কথা বলেন তিনি। বিমানবন্দরে জড়ো হয়ে সিলেট ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী নতুন সাধারণ সম্পাদককে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে গোলাম রাব্বানী বলেন, “যারা ছাত্রলীগের কমিটিতে আসার জন্য তাদের জীবন বৃত্তান্ত কেন্দ্রে পাঠিয়েছেন, সে সকল আগ্রহীদের কাগজপত্র সংগ্রহ করে তালিকা আকারে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হবে। পরে সেখান থেকেই সিলেটের নেতাদের নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।” তিনি আরও বলেন, “তবে শ্রম আর মেধা না থাকলে ছাত্রলীগের নেতা হওয়া যায় না। সিলেটের কমিটিতে নানা সমস্যা রয়েছে। আমরা সেগুলো অবগত আছি।” পরে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে শুক্রবার বিকেলেই ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন গোলাম রাব্বানী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়