Saturday, August 11

সিলেটে দ্বিতীয়বারের মতো আরিফুল হক মেয়র নির্বাচিত

কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। ১৩৪ কেন্দ্রে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ৯২ হাজার ৫৮৮ ভোট পেয়েছেন। এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯২ ভোট। শনিবার স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোটগ্রহণ শেষে বেসরকারীভাবে বিজয়ী হন আরিফুল হক চৌধুরী। এর আগে নানা কারচুপির অভিযোগ এনে আরিফুল হক চৌধুরী বলেছিলেন, জালভোট, কেন্দ্র দখলসহ শাসক দলের জবরদস্তির কারণে ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ভোট চুরি হয়েছে ৪০ কেন্দ্রে। এসব অভিযোগে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ১৩৪টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১ আগস্ট ফের ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়