Friday, August 10

কানাইঘাট হলি হেলথ হাসাপাতালের এক বছর পূর্তি উপলক্ষে রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট হলি হেলথ হাসাপাতালের এক বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা.হিমাংশু লাল রায়। তিনি হলি হেলথ হাসপাতালের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের কেক কাটেন এবং ফ্রি চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন। কানাইঘাট
পৌরসভার সার্বিক সহযোগিতায় হলি হেলথ হাসাপাতালের উদ্যোগে মেডিকেল ক্যাম্পে সিলেটের বিশিষ্ট চিকিৎসক রোটারিয়ান ডা: তানবিরুল আরফিনের তত্বাবধানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা প্রায় ১১শ জন নারী,পুরুষসহ শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন এবং তাদের মধ্যে ফ্রি ঔষধ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন,সাবেক সিভিল সার্জন ডা:নাজমুল হক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত প:প: কর্মকর্তা ডা:আবুল হারিছ,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,সমাজসেবী বদরে আলম চৌধুরী বাবু,কানাইঘাট
পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর তাজ উদ্দিন,৯নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাব উদ্দিন চৌধূরী। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্বাবধানে ছিলেন হাসপাতালের পরিচালক জুবের আহমদ,জাকারিয়া আহমদ,ইয়াহইয়া আহমদ,হাজী আজমল হোসেন,ছিফত উল্লাহ প্রমূখ। সিভিল সার্জন ডা.হিমাংশু লাল রায় হলি হেলথ হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম দেখে ভুয়সী প্রশংসা করে বলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি এ প্রাইভেট ক্লিনিক কানাইঘাটের মানুষের চিকিৎসা সেবায় বড় ধরণের অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি হাসপাতালের ইন-ডোর ও আউড-ডোর পরিদর্শন করে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সেবা প্রাপ্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


 কানাইঘাট নিউজ ডটকম/১০আগস্ট ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়