Friday, August 10

মেসিই বার্সার ‘নেতা’

কানাইঘাট নিউজ ডেস্ক: নিয়মিত একাদশের অধিনায়ক হিসেবে মেসির নাম চূড়ান্ত করেছে বার্সেলোনা। কারণ ২০১৫ সালে জাভি হার্নান্দেজ কাতারে পাড়ি দেয়ার পর ইনিয়েস্তাকে অধিনায়ক করে বার্সা। সেই ইনিয়েস্তা সম্প্রতি জাপানের একটি ক্লাবে যোগ দিয়েছেন। ৩১ বছর বয়সী মেসি ইনিয়েস্তার অনুপস্থিতিতে বার্সার অধিনায়কের দায়িত্ব সামলিয়েছেন। এখন থেকে মূল অধিনায়ক হলেন তিনি। সহঅধিনায়ক বা দ্বিতীয় অধিনায়ক হিসেবে বুসকেটসকে রাখছে বার্সা। মেসিই এতদিন এই ভূমিকায় ছিলেন। এই দুজনের পর তৃতীয় এবং চতুর্থ প্রধান খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করবেন জেরার্ড পিকে এবং সার্জিও রবের্তো। পিকে এই প্রথম এমন দায়িত্ব পেলেন। আর রবের্তো যুক্তরাষ্ট্র সফরে অনভিজ্ঞ বার্সা একাদশের অধিনায়ক ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়