Saturday, August 4

কানাইঘাটে নারী কর্মীদের মাঝে এমপির চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী আরইআরএমপি-২ এর প্রকল্পের আওতায় কানাইঘাট প্রকৌশলী অফিসের মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলা সভা কক্ষে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহিলা কর্মীদের মাঝে তাদের সঞ্চয়ের ৬১লক্ষ টাকার নগদ চেক ও সনদ পত্র তোলে দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-০৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন রশিদ, বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক পার্টির নেতা কিউ.এম ফররুখ আহমদ ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, জাপা নেতা শামীম আহমদ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি স্বাধীন আজাদ, মহিলা কর্মী হেলেনা বেগম প্রমুুখ। উপজেলা প্রকৌশলী অফিসের নারী মাঠকর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেন, নারী-পুরুষ কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য সবাইকে কাজ করতে হবে। তিনি মহিলা কর্মীদের বলেন আজকের সরকারিভাবে যে টাকা আপনাদের প্রদান করা হয়েছে সেই অর্থ দিয়ে নিজেদের স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে হবে। গবাদি পশু, বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ ও অন্যান্য ছোট খাটো ব্যবসা পরিচালনা করে নিজেদের পরিবারের ভরণপোষণ করার জন্য মহিলা কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়