কানাইঘাট নিউজ ডেস্ক:
নতুন মৌসুম শুরুর আগে ইউরোপের জায়ান্ট ক্লাব বার্সেলোনার কাছে চিলিয়ান শক্তিশালী মিডফিল্ডার আর্তোরু ভিদালকে ছেড়েছে বায়ার্ন মিউনিখ। ২৭ মিলিয়ন পাউন্ডে অ্যালিয়েঞ্জ অ্যারেনা ছেড়ে ন্যু ক্যাম্পের ক্লাবটিতে ভিদাল যোগ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছেন দ্য গার্ডিয়ান।
২০১৫ সালে জুভেন্টাস ছেড়ে ৩২ মিলিয়ন পাউন্ডে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন ভিদাল। গত সপ্তাহে বার্সার অফিসিয়ালরা তার সঙ্গে সাক্ষাত করেন। মেডিকেল পরীক্ষায় পাস করার পর তাকে নতুন ক্লাবে যাওয়ার অনুমতি দিয়েছেন বায়ার্নের নতুন কোচ নিকো কোভাচ।
ভিদাল বার্সাকে ভালো কিছু দিতে পারবেন বলে মনে করেন দলটির ভক্তরা। বার্সার নতুন তারকাদের সঙ্গে মিলে ভিদাল চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে কাতালান ক্লাবটিকে বেশ সহযোগিতা করতে পারবেন বলেও বিশ্বাস করেন ফুটবলবোদ্ধারা।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়