কানাইঘাট নিউজ ডেস্ক:
রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে কাগজপত্র না থাকায় মন্ত্রী, মন্ত্রণালয়, পুলিশসহ বিশিষ্ট ব্যক্তিদের গাড়ি আটকে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নায়ক শাকিবও পড়েছিলেন আন্দোলনকারীদের সামনে।
বৃহস্পতিবার (২ আগস্ট) আন্দোলনের মধ্যে এই নায়কের গাড়ি থামিয়ে আন্দোলনকারীরা তার কাছে প্রশ্ন করেছিলেন, লাইসেন্স আছে?
পুরান ঢাকায় ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ে যাওয়ার পথে মতিঝিল শাপলা চত্বরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সামনে পড়ে যায় শাকিব। এসময় শিক্ষার্থীরা শাকিবের গাড়ির লাইসেন্স আছে কিনা দেখতে চায়? তখন গাড়ির কাগজপত্র সব ঠিক থাকলে তাকে ছেড়ে দেয়া হয়।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়