নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি রাজধানীতে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করেছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আজ শনিবার (৪ আগস্ট) সকাল থেকেই কানাইঘাট উপজেলার গাছবাড়ী আইডিয়াল কলেজ পয়েন্ট থেকে চৌমুহনী মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা অনেক যানবাহনের চালকের লাইসেন্স ও কাগজপত্র তল্লাশী করে বলে জানা গেছে। অপর দিকে শিক্ষার্থীরা কেন পরিবহন চালকদের লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র পরীক্ষা এবং গাড়ী ভাংচোরের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা উপজেলা সদরের চতুল, দরবস্ত সড়কের পল্লীবিদ্যুৎ ও কানাইঘাট মুশাহিদ (র:)সেতুর বাইপাস এলাকায় রাস্তা অবরোধ করে গত শুক্রবার এবং আজ শনিবার বিক্ষোভ করে নানা ধরণের স্লোগান দেয়। তবে শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। একদিকে ছাত্রদের বিক্ষোভ অন্যদিকে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারনে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় জন দূর্ভোগে পোহাতে হয় সাধারণ জনগণকে । গাছবাড়ী এলাকায় বিক্ষোভকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থীরা ‘ইউ ওয়ান্ট জাস্টিস, নট পলিটিক্স’ ও নিরাপদ সড়ক চাই’, ‘পড়তে এসেছি মরতে নয়’ ‘টনক তুমি নড়বে কবে?’ এমন অসংখ্য স্লোগান দেয়। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র চেক করতে দেখা যায়। তবে তারা গাড়ির কাজগপত্র চেক করলেও জরুরী পরিবহন ও অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়