নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে আওয়ামী লীগ থেকে মনোয়ন প্রত্যাশী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ঢাকা রমনা-শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফয়জুল মুনির চৌধুরী নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণার পাশাপাশি পেশাজীবি সহ নানা শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময়ের পাশাপাশি সভা সমাবেশে অংশগ্রহণ করে ফয়জুল মনির চৌধুরী ইতিমধ্যে নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছেন। সময় পেলেই ঢাকা থেকে নির্বাচনী এলাকায় ছুটে আছেন ফয়জুল মুনির চৌধুরী। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের সাথে সাক্ষাৎ করে যাচ্ছেন তিনি। আজ সোমবার ফয়জুল মুনির চৌধুরী কানাইঘাটে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগের পাশাপাশি ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে পৌর শহরস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সর্বস্তরের শিক্ষকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আওয়ামী লীগ নেতা ফয়জুল মুনির চৌধুরী বলেন, কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা আজ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এঅঞ্চলের শিক্ষা কার্য্যক্রম কে আরো এগিয়ে নিতে পারলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আগামীদিনের যেকোন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, শিক্ষকরা হচ্ছেন সমাজের আলোর দিশারী ও মানুষ গড়ার কারিগর। তাই সমাজের পরিবর্তন করতে হলে শিক্ষকদের সম্মান করতে হবে। কানাইঘাট ও জকিগঞ্জ কে সর্বক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনদরদী ও প্রকৃত রাজনৈতিক কর্মীকে আওয়ামী লীগ থেকে মনোয়ন দেওয়া হউক এটা দলের নেতাকর্মী সহ সকলের দাবী। ফয়জুল মুনির চৌধুরী আগামীদিনের সকল কাজে তাকে সহযোগিতা করার জন্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রতি আহবান জানান। উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষক নেতা আনোয়ার হোসেন, নুরুজ্জামান, আব্দুর রশিদ সহ একাধিক শিক্ষকবৃন্দ।
কানাইঘাট নিউজ ডটকম/১৩আগস্ট ২০১৮ ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়