Thursday, August 9

কানাইঘাট সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম, ইউএনও বরাবরে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সাব-রেজিস্ট্রার অফিসে দলিল সম্পাদন থেকে শুরু করে দলিলের নকল কপি উঠাতে গিয়ে জমির ক্রেতা-বিক্রেতা নানা ধরনের হয়রানীর শিকার হচ্ছেন এমন বহু অভিযোগ পাওয়া গেছে। সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে হয়রানীর শিকার হয়ে মোস্তাকুর রহমান নামে একব্যক্তি আজ বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তার বরাবরে এক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র মোস্তাকুর রহমান সাব-রেজিস্ট্রার অফিসে তার পরিবারের একটি দলিলের নকল কপি উঠাতে যান। এ সময় অফিসের জনৈক কর্মচারী তাকে বলেন, দলিলের নকল কপি উঠাতে হলে ৫হাজার টাকা আপনাকে দিতে হবে। দলিল তল্লাশীর নামে মোস্তাকুর রহমান কাছে ১শ টাকা দাবি করেন এক কর্মচারী। তিনি ৫০টাকা দিতে চাহিলে এই কর্মচারী মোস্তাকুর রহমানের ব্যবহৃত মোবাইল সেট ও জমির পর্চা জোরপূর্বক ভাবে তার হাত থেকে নিয়ে আটকিয়ে রেখে বলে ১শ টাকা নিয়ে আসেন তার পরে মোবাইল সেট ও জমির পর্চা নিয়ে যান। অফিসে গিয়ে এমন হয়রানীর শিকার হয়ে বিষয়টি মোস্তাকুর রহমান কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিনকে অবহিত করলে তিনি স্থানীয় সাংবাদিকদের নিয়ে সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে ঐ কর্মচারীকে এব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোন সদোত্তর দিতে পারেনি। একপর্যায়ে উপজেলা মাসিক উন্নয়ন সভায় উপস্থিত হয়ে মোস্তাকুর রহমান সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে তার হয়রানীর কথা জানানোর পাশাপাশি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার বরাবরে এক কর্মচারীর বিরুদ্ধে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

কানাইঘাট নিউজ ডটকম/০৯আগস্ট ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়