কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় নিজ দলের ক্যাডারদের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু মারা গেছেন। তিনি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ছিলেন। শনিবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আরো দুই ছাত্রদল কর্মী সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী হাসপাতালের পরিচালক এ কে এম মাহবুবুল হক।
হামলার ঘটনার পর আহতদের ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।
জানা যায়- শনিবার রাতে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মেয়র আরিফের গাড়িবহহরের সাথে মোটরসাইকেলযাগে নগরীর কুমারপাড়া এলাকায় তার বাসায় যান ছাত্রদল কর্মী উজ্জ্বল, রাজুসহ তিনজন। আরিফুল হককে বাসায় পৌছে দিয়ে ফেরার সময় তিনজন একই মোটরসাইকেলে করে ফিরছিলেন। গলির ভেতর থেকে কুমারপাড়া পয়েন্ট সংলগ্ন গলির মুখে আসা মাত্র শাহী ঈদগাহর দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক এসে তাদের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা স্টাম্প, দাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। তখন এক যুবক সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
সূত্র: সিলেটভিউ২৪ডটকম
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়