Thursday, July 19

কানাইঘাটে সাজাপ্রাপ্ত ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ চলমান মাদক বিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ী ও ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে।বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ বছরে সাজা প্রাপ্ত পলাতক আসামী উপজেলার দনাগ্রামের মাজহারুল (২৩), নিজ চাউরা উত্তর গ্রামের যুগেন্দ্র চন্দ দাসের পুত্র জগদীশ দাস কে৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ, মইনা গ্রামের মর্তুজ আলীর পুত্র গাঁজা ব্যবসায়ী আলমাছ উদ্দিনকে ৫শ গ্রাম গাঁজা সহ পুলিশ গ্রেপ্তার করে। এছাড়া থানা পুলিশ ওয়ারেন্ট ভূক্ত আসামী দূর্লভপুর গ্রামের মজনু মিয়া, নন্দিরাই গ্রামের মোহাম্মদ আলী একই গ্রামের হিরন মিয়া, আমিনুল ইসলাম,দলইমাটি গ্রামের মাছুম আহমদ,নিজ চাউরা উত্তরগ্রামের তাজ উদ্দিন, মাছুগ্রামের তেরা বেগম ও শাহপুর গ্রামের রাহেনা বেগমকে গ্রেপ্তার করে। ৫ বোতল মদ সহ জগদীশ ও ৫শ গ্রাম গাঁজা সহ ধৃত আলমাছ উদ্দিনের বিরুদ্ধে থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানিয়েছেন। গ্রেপ্তারকৃত এসব আসামীদের  বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

 কানাইঘাট নিউজ ডটকম/১৯জুলাই ২০১৮ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়