Monday, July 16

বিশ্বকাপে 'গোল্ডেন বুট' জিতলেন ইংল্যান্ডের হ্যারি কেন

কানাইঘাট নিউজ ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেন। ৬ গোল করে বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন তিনি। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও আন্তোইন গ্রিজম্যান ৩ গোল করে কেনের ৬ গোলকে স্পর্শ করার লক্ষ্যে মাঠে নামলেও কেনের গোলের স্পর্শ করতে পারেননি কেউই। যদিও ম্যাচে এমবাপে করেছেন এক গোল আর গ্রিজম্যান পেনাল্টি থেকে করেছেন একটি। ৪ ম্যাচে সর্বোচ্চ ৬ গোল করেছেন কেন। ৬ গোলের মধ্যে তিউনিসিয়ার বিপক্ষে করেছেন ২টি গোল। পানামার বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। আর কলম্বিয়ার বিপক্ষে করেছেন একটি গোল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়