খবর বিভাগঃ
সারাদেশ
ঢাকাউত্তর মোহাম্মদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রি-ইউনিয়ন কমিটির সভা
কানাইঘাট নিউজ ডেস্ক:
যুক্তরাজ্য বসবাসরত ঢাকাউত্তর মোহাম্মদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রি-ইউনিয়ন বাস্তবায়ন কার্যকরী কমিটির এক সভা ১৭ই জুলাই মঙ্গলবার ১৩৫ মার্সিয়াল স্টীট লন্ডন ই-১ বাস্তবায়ন কমিটির আহবায়ক স্কুলের প্রাক্তন সিনিয়র ছাত্র মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান নুনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাহিন মাহমুদের পরিচালনায় অনুষ্টিত হয়।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপদেষ্টা আব্বাছুস জামান ।
সভায় বক্তব্য রাখেন আহবায়ক-মজ্ঞুরুস সামাদ চৌধুরী মামুন ,এনামুল হক চৌধুরী , আতিকুর রহমান চৌধুরী, আব্দুল মিজান চৌধুরী ,একলিম হোসেন ,সাহাব উদ্দিন , মাহমুদ মিয়া মানিক ,হেলাল আহমদ , হেলাল আহমদ চৌধুরী বকুল , মুফিজুর রহমান চৌধুরী একলিল , আজিজুর রহমান , বেলায়েত হোসেন চৌধুরী রাজু, আলম চৌধুরী , ইকবাল হোসেন,
বাবর আহমদ চৌধুরী , এনামুল ইসলাম , জাহেদ মানিক চৌধুরী , ইয়াহিয়া খান , শামিম আহমদ , জুবায়ের আহমদ , জামাল আহমদ প্রমুখ ।
সভায় আলোচনা সবার মতামতের ভিক্তিতে নিম্নলিখিত সিন্দান্ত গৃহীত হয়।একটি সুষ্ট এবং সুন্দর সার্বজনীন রি-ইউনিয়ন করার লক্ষে স্কুলের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের যাদের নাম এখনোও রেজিস্ট্রেশন করেন নাই তাদেরকে এগিয়ে আসার আহবান জানানো হয়। উল্লেখ্য যে ইতিমধ্যেই স্কুলের অনেক ছাত্র/ছাত্রী নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ।
বার্মিংহামে রি-ইউনিয়ন বাস্তবায়ন কার্যকরী কমিটির পরবর্তী মিটিং করার সিন্দান্ত গৃহীত হয়। সভায় যুগ্ম সদস্য সচিব হেলাল আহমদ চৌধুরী বকুলের ছেলের আশুরোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আহবায়ক ফয়জুর রহমান খান নুনু।
সভায় সকলের প্রাণবন্ত আলোচনা এবং উপস্হিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এবং রাতের সু-স্বাদু ডিনার খাবার পরিবেশন করা হয়।
কানাইঘাট নিউজ ডটকম/১৭জুলাই ২০১৮ইং/প্রেবি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়