Monday, July 9

তুরস্কে ট্রেন দুর্ঘনায় নিহত ১০

ডেস্ক :
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে বর্ষণ ও ভূমিধ্বসের কারণে একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৩ জন।

৩৬২ জন যাত্রী নিয়ে গ্রিস সীমান্তবর্তী এদিরনে থেকে ট্রেনটি ইস্তাম্বুলে যাওয়ার পথে এ দুর্ঘটনায় ঘটে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনের প্রায় পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। বর্ষণ তবে ভূমিধ্বসের ফলে রেললাইন ক্ষতিগ্রস্তের কারণে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রণালয় থেকে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

তুরস্কের টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা- গেছে জরুরি বিভাগের লোকজন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএনএন তুর্ক বলেছে, একটি ব্রিজ ধ্বসে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য রক্ত দানের আবেদন জানিয়েছে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়