Wednesday, July 18

কানাইঘাটে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ যথাযথ ভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় করেছেন, কানাইঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ আনিছুর রহমান। বুধবার বিকেল ২টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য কার্য্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ১৮- ২৮ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ কানাইঘাটে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা, ২য় দিন মৎস্য খাতে বর্তমান সরকারের সময়ে অর্জিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শন, ৩য় দিন মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে হাওর ও জলমহালে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা হাট/বাজারে ফরমালিন বিরোধী অভিযান, ৪র্থ দিন উপজেলার বিভিন্ন স্কুল/কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা বিতর্ক প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, ৬ষ্ঠ দিনে হাট/বাজার, জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয় উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও/প্রামাণ্য চিত্র প্রদর্শন, ৭ম দিনে মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ ও জাতীয় মৎস্য সপ্তাহর মূল্যায়ন সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচী বাস্তবায়নে মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান স্থানীয় কর্মরত সাংবাদিক প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সুধীজনদের সহযোগিতা কামনা করেন। আনিছুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, কানাইঘাটে ২ লক্ষ ৬১ হাজার লোক সংখ্যার জন্য আমিষের চাহিদা পূরণ করতে ৫ হাজার ৮১ মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণ করতে আমরা লক্ষ্য মাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। কানাইঘাটে হাওর, নদী-নালা, জলাশয় এবং পুকুরে মাছের চাহিদা বৃদ্ধি করতে নিবিড়, আধানিবিড়, উন্নত সনাতন পদ্ধতি ব্যবহার করে স্থানীয় চাহিদা মিটিয়ে বাণিজ্যিক মাছের খামার বৃদ্ধি সহ উপজেলা পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি করতে নানা মুখী প্রকল্প গ্রহণ করা হয়েছে। সাংবাদিকরা মাছের উৎপাদন বাড়াতে মৎস্য সেক্টরে সরকারি ভাবে বেশী করে অর্থ বরাদ্ধ এবং নির্বিচারে হাওর, বিল ও জলাশয় থেকে মৎস্য নিধন রোধ করার দাবি জানান। সংবাদ সম্মেলন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, ক্রীড়া ও সাহিত্য প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ প্রমুখ।

 কানাইঘাট নিউজ ডটকম/১৮জুলাই ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়