Monday, July 30

সিসিক নির্বাচন : ইভিএমের দুই কেন্দ্রে বিজয়ী আরিফ

কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইবিএমের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া দুটি কেন্দ্রের ফলাফলে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী জয় পেয়েছেন। দুই কেন্দ্রে তার প্রাপ্ত ভোট ১৩০৮। আর আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫৬৬ ভোট। জামায়াত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ১২৪ ভোট। সিলেট সিটি করপোরেশনের চতুর্থ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে একটি ওয়ার্ডে ভোট গ্রহণ করা হয়। নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানা গার্লস হাইস্কুল এন্ড কলেজের দুটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা দুটি কেন্দ্রের ফলাফল এটি। ওই দুটি কেন্দ্রের মধ্যে পুরুষদের জন্য একটি এবং মহিলাদের জন্য একটি কেন্দ্র রয়েছে। পুরুষ কেন্দ্রে ভোট রয়েছে দুই হাজার ৫৫৬টি। মহিলা কেন্দ্রের ভোট সংখ্যা এক হাজার ৯৫৭। ভোট চলাকালিন প্রিজাইডিং কর্মকর্তা জানান, ইভিএমে ভোট প্রথমবারের মতো হওয়ায় কিভাবে ভোট দিতে হয়, এটা নিয়ে মানুষের মধ্যে কিছুটা দ্বিধা কাজ করছে। ফলে ভোট গ্রহণ কার্যক্রম কিছুটা ধীরে চলছে। ওই দুটি কেন্দ্রে দায়িত্বরত বিজিবি ও পুলিশের দুই সদস্য জানান, সকাল থেকে কোনো গন্ডগোল ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমে ভোট দিয়ে মোজাফফর হোসেন নামের স্থানীয় এক ভোটর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘খুবই ভালো উদ্যোগ। সহজেই ভোট দেয়া যায়।’ কেন্দ্রের বাইরে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, ‘নগরীর বিভিন্ন কেন্দ্রে ভোটে অনিয়মের খবর আমরা শুনতে পাচ্ছি। কিন্তু সব কেন্দ্রে যদি ইভিএম থাকতো, তবে অনিয়মের সুযোগ থাকতো না।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়