Saturday, July 21

কানাইঘাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন হুইপ সেলিম

নিজাম উদ্দিন: কানাইঘাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্ধোধন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন। শনিবার দিনব্যাপী এমপি সেলিম লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে ১টি বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তি স্থাপন ও ৪টি প্রাইমারি স্কুলের পাকা বাউন্ডারী ওয়াল ও মেইন গেইট নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেলিম উদ্দিন এমপি সকাল সাড়ে ১১টায় প্রথমে  লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে অবস্থিত এলজিইডির অর্থায়নে
নির্মাণাধীন বড়বন্দ, গোরকপুর, কালীনগর, খম্পুরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বাউন্ডারি ওয়াল ও দৃষ্টি নন্দন মেইন গেইট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। বিকেল ২টায় তিনি ত্রাণ দূর্যোগ মন্ত্রণালয় কর্তৃক সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের শুভ ভিত্তি প্রস্থর করেন। পৃথক এসব উন্নয়ন মূলক কর্মকান্ডের সূচনা লগ্নে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীদের উপস্থিতিতে পৃথক সুধী সমাবেশে সেলিম উদ্দিন এমপি তার বক্তব্যে বলেন, বিগত ২০ বছরে কানাইঘাট-জকিগঞ্জে যে উন্নয়ন হয়নি গত সাড়ে ৪বছরে এর চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। শিক্ষার  উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে করে সুন্দর পরিবেশে বিদ্যালয়ে এসে পাঠদান করতে পারেন এজন্য কানাইঘাট ও জকিগঞ্জ
উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের উন্নয়ন মূলক কাজ চলছে। ইতোমধ্যে অসংখ্য স্কুল ও মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। চলমান রয়েছে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। তিনি আরো বলেন, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের কাজ নয় আরো নানা ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ডের কাজ চলছে। গ্রামীণ এলাকায় পাকা রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, গ্রামে গ্রামে বিদ্যুতায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ সরকারের আমলেই কানাইঘাট-জকিগঞ্জের অসমাপ্ত উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হবে বলে সেলিম উদ্দিন এমপি ঘোষণা দেন। পৃথক এসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাহার খন্দকার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সিলেট মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, লীপ্রসাদ প্রশ্চিম ইউপি জাপার সভাপতি নজির আহমদ, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজির আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান,  শিক্ষানুরাগী হাজী ফরিদ আহমদ, বড়বন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, কালিনগর সরকারি প্র্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান আহমদ, গোরকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল আহমদ, খম্পুরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, সমাজসেবী নুরুল আম্বিয়া, বোরহান উদ্দিন মোহরী জাতীয় ছাত্র সমাজের উপজেলা শাখার সভাপতি আজাদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া সেলিম উদ্দিন এমপি বিকেল ৫টায় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন জাপা ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নেতাকর্মীদের মাঠে ময়দানে এরশাদের হাত কে শক্তিশালী করার জন্য জাপিয়ে পড়ার আহবান জানান।


 কানাইঘাট নিউজ ডটকম/২১জুলাই ২০১৮ ইং/নিউ/এমআর

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়