নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বানীগ্রাম ইউনিয়নের বড়দেশ বাজার সংলগ্ন সর্দারীপাড়া গ্রামের সরকারি গোপাট(রাস্তার) উপর নির্মাণকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং রাস্তার উপর অবৈধ ভাবে নির্মাণকৃত ৪ টি দোকান কোঠা সহ কিছু স্থাপনা থানা পুলিশের সহযোগিতায় গুড়িয়ে দেন। জানা যায়, দীর্ঘদিন ধরে বড়দেশ বাজার সংলগ্ন সরকারি গোপাট রাস্তার উপর সর্দারীপাড়া গ্রামের কতিপয় লোকজন দোকান কোঠা তৈরি করে জন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। একটি অভিযোগের প্রেক্ষিতে আজ অবৈধ স্থাপনার উচ্ছেদ করেন সহকারী কমিশনার লুসিকান্ত হাজং। পুনরায় সরকারি স্থাপনার উপর অবৈধ দোকানপাঠ নির্মাণ বা কেউ বিশৃংখলা সৃষ্টি করলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারী দেন লুসিকান্ত হাজং।
কানাইঘাট নিউজ ডটকম/০৪জুলাই ২০১৮ ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়