Monday, July 16

কিংবদন্তি পেলের রেকর্ডে ভাগ বসালেন এমবাপে

কিলিয়ান এমবাপে

কানাইঘাট নিউজ ডেস্ক:
ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালের ৬৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। গোল করেই রেকর্ড গড়েন বিশ্বকাপের পুরো আসরে দারুণ খেলা টিনএজ স্ট্রাইকার। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছুঁয়েছেন তিনি।
১৯৫৮ সালের বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করেছিলেন ১৭ বছর বয়সী পেলে। তারপর আর কোন টিনএজ ফুটবলার ফাইনালের মঞ্চে গোল করতে পারেননি। ৬০ বছর পর পেলের রেকর্ডে ভাগ বসালেন এমবাপে।
লুঝিনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফ্রান্স। তাতে পেলের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবেও বিশ্বকাপ জিতলেন ১৯ বছর বয়সী এমবাপে।
এর আগে নক-আউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপে। সেই ম্যাচেও পেলের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। তা ছিল ‘টিনএজার’ ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জোড়া গোলের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়