Wednesday, July 11

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন মিশিগান'র পক্ষ থেকে যুগ্মসচিব এহছানে এলাহীকে সংবর্ধনা

কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব কানাইঘাটের কৃতি সন্তান এহছানে এলাহী-কে তার মিশিগান সফর উপলক্ষে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ-এর উদ্যোগে গত ১ জুলাই এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। স্থানীয় ওয়ারেন সিটির এক রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি খাজা শাহাব আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমদ ও সহ-সাধারণ সম্পাদক ফয়জুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিল ম্যান এনাম মিয়া, কাউন্সিল ম্যান  আবু আহমদ মুসা ও বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবী  শাহ আব্দুল খালিশ মিনার। সভায় মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসীসহ বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানের প্রারম্ভে কুরআন তেলাওয়াত করেন মাওলানা কয়েস আহমদ। এরপর যুগ্মসচিব এহছানে এলাহীকে দু'টি শিশু ফুল দিয়ে স্বাগত জানায়। অতঃপর তার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক  ইকমাম আহমদ শিব্বির ও উপদেষ্টা জনাব ওয়ালিউর রহমান।সংবর্ধনা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমদ। কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের পক্ষে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন উপদেষ্টা ওয়ালিউর রহমান ও উপদেষ্টা  শফিকুল আম্বিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবিব চৌধুরী এবং সদস্য জনাব মাহবুবুল আলম শাহীন ও জনাব জাকারিয়া রহমান। সভায় উপস্থিত বাংলাদেশী কমিউনিটি তথা বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকে মতবিনিময় করেন সিরাজ উদ্দিন আহমদ, জনাব মনাফ আহমদ বাবুল, জনাব সালেহ আহমদ,  এডভোকেট দীপক চৌধুরী,  শরিফুজ্জামানসহ অন্যান নেতৃবৃন্দ । সভায় উপস্থিত থেকে আলোচনায় আরো অংশ গ্রহণ করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব জনাব এহছানে এলাহীর সহপাঠী  ইকবাল ফয়েজ স্বপন,  জুবেরুল ইসলাম খোকন ও ব ফয়সল আহমদ। সম্মানিত অতিথিকে কানাইঘাটবাসীর পক্ষে সংবর্ধনা স্মারক প্রদান করেন এসোসিয়েশনের সভাপতি  খাজা শাহাব আহমদ এবং শুভেচ্ছা স্মারক 'কোট পিন' লাগিয়ে দেন কাউন্সিল ম্যান এনাম মিয়া। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কানাইঘাট তথা বাংলাদেশের উন্নয়নে জনাব এহছানে এলাহীর মতো সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তার অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সংবর্ধিত যুগ্মসচিব তার বক্তব্যে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে কানাইঘাটি তথা বাংলাদেশীদের এরকম একটি আয়োজনের জন্য মহান আল্লাহর নিকট শোকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন যে, তিনি যতদিন কর্মরত থাকবেন ততদিন তিনি সততা ও নিষ্ঠার সাথে দেশমাতৃকার সেবা করে যাবেন। তিনি সকলের দুয়া ও সহযোগিতা কামনা করেন। তাকে এভাবে সম্মানিত করায় সকলকে ধন্যবাদ জানান। সভাপতি জনাব খাজা শাহাব আহমদ তার বক্তব্যে জনাব এলাহীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার ব্যস্ত কর্মসূচির মধ্যেও এসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে যে উদারতা প্রকাশ করেছেন সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন আয়োজক সংগঠনের সম্মানিত সদস্য  মাওলানা লুৎফুর রহমান। মনোজ্ঞ নৈশভোজের মাধ্যমে এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 


কানাইঘাট নিউজ ডটকম/ডেস্ক/১১ জুলাই ২০১৮ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়