নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের মহিলা কলেজের একাদশ শ্রেণির ভর্তিকৃত ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান শনিবার বিকেল ২টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক সুহেল আহমদের পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান মূলাগুল হারিছ চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা আহমদ সোলেমান, কানাইঘাট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এএইচএম ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আহমদ মাসুম, পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, কবি মোঃ আব্দুল কাহির। বক্তব্য রাখেন মহিলা কলেজের প্রভাষক আক্তার বাবুল, আক্তার ফারুক, শামীম আহমদ, নাজমিন বেগম, বেলা রাণী দাস দাদ্বশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, শিফা বেগম, একাদশ শ্রেণির নবীন ছাত্রী তামান্না বেগম, হাসনা হেনা প্রমুখ। নবীন বরণ অনুষ্ঠানে শুরুতে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের রজনীগন্ধা ফুলের তোড়া দিয়ে বরণ করেন নেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম নবীন ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে বলেন, কানাইঘাটের নারী শিক্ষার জাগরনে মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়ন এবং নিজেদের জীবনকে বিকশিত করতে পারেন এজন্য মহিলা কলেজে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। প্রতি বৎসর এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে থাকেন। মহিলা কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। নবীন বরণ অনুষ্ঠানে কলেজের উন্নয়নে সাবেক চেয়ারম্যান আহমদ সোলেমান ও কবি সাহিত্যিক আব্দুল কাহির আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন।
কানাইঘাট নিউজ ডটকম/০৭জুলাই ২০১৮ ই্ং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়