নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন বলেছেন আত্মনির্ভরশীল এবং ভবিষ্যতের জন্য সবাইকে বীমা পলিসি গ্রহণ করতে হবে। দেশের প্রতিটি নাগরিক বীমার আওতায় আসলে দেশ স্বর্ণশিখরে পৌছে যাবে। পলিসির মাধ্যমে সঞ্চয় অর্জন করে নিজেদের জন্য সুন্দর ভাবে পরিবার পরিজন নিয়ে সুখী পরিবার গঠনের সবাইকে বীমা করার জন্য তিনি আহবান জানান। নিজাম উদ্দিন আরো বলেন, দেশের বীমা শিল্পের মধ্যে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের অনেক সুনাম রয়েছে। এ বীমা কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের এলাকার অনেক শিক্ষিত বেকার নারী-পুরুষ চাকুরী করে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি অনেক পরিবার কে বীমার আওতায় নিয়ে এসেছেন। অনেকের মরণোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। এ জন্য তিনি কানাইঘাট অফিসের সদ্য বিদায়ী কোম্পানীর চীফ জোনাল ম্যানেজার বীমা ব্যক্তিত্ব সৎ নিষ্ঠাবান হরিপদ রায় টিপু এবং ইনচার্জ সমাজসেবী এ্যাডভোকেট আব্দুল হাইর প্রশংসা করেন। বীমার সাথে জড়িত কর্মকর্তাদের সত্যতার মাধ্যমে দায়িত্ব পালনের আহবান জানান তিনি। মেয়র নিজাম উদ্দিন শনিবার সকাল ১১টায় ন্যাশনাল লাইফের কানাইঘাট জোনাল অফিসের চীফ জোনাল ম্যানেজার হরিপদ রায়ের অন্যত্র বদলী জনিত
উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান এবং জোনাল অফিসের নবাগত কর্মকর্তা কোম্পানীর সহকারী ভাইস প্রেসিডেন্ট নির্মলেন্দু বাড়ৈ যোগদান এবং কোম্পানীর গ্রাহক আসাদুল আমিনের মরণোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে শাখা কার্য্যালয়ে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের ইনচার্জ এ্যাডভোকেট আব্দুল হাইর সভাপতিত্বে ও কোম্পানীর জনবীমার থানা কর্মকর্তা প্রভাষক সোহেল আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর সহকারী ভাইস প্রেসিডেন্ট এ্যাডভোকেট ময়নুল ইসলাম, বিদায়ী চীফ জুনাল ম্যানেজার সংবর্ধিত হরিপদ রায় টিপু, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট নিউজ ও কেটিভির সম্পাদক মাহবুবুর রশিদ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। অনুষ্ঠান শেষে বিদায়ী সংবর্ধিত হরিপদ রায় টিপুকে কানাইঘাট জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাপক ভাবে মাল্যভূষিত করে উপহার সামগ্রী প্রদান ও নতুন কর্মকর্র্তা নির্মলেন্দু সহ অতিথিদের কে ফুল দিয়ে বরণ করে নেন জোনাল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরে কোম্পানীর গ্রাহক কানাইঘাট লখাইরগ্রামের মরহুম আসাদুল আমিনের নমীনি তার বাবা মার হাতে ৪ লক্ষ ২৯ হাজার ৬শ টাকার চেক তোলে দেন কোম্পানীর কর্মকর্তা ও পৌর মেয়র নিজাম উদ্দিন।
কানাইঘাট নিউজ ডটকম/২৮জুলাই ২০১৮ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়