নিজস্ব প্রতিবেদক:
খুচরা খাদ্য শস্য লাইসেন্সের তালিকা নবায়ন না করায় কানাইঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে নগদ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা অনবায়নকৃত খুচরা খাদ্য শস্য ও ট্রেড লাইসেন্সের নবায়ন না করার অপরাধে অত্যাবশ্যকারী পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ ধারায় তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে বাজারের চাল ব্যবসায়ী সামছুল হক, ইসলাম উদ্দিন, মুক্তার আহমদ, নিজাম উদ্দিন প্রত্যেককে ২ হাজার ও ভূষি মাল ব্যবাসয়ী নুরুল ইসলাম কে মামলা দায়েরের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সাথে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অতিরিক্ত মোঃ সাইফুল আলম ছিদ্দিকী ও কানাইঘাট থানা পুলিশ। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল আলম ছিদ্দিকী জানান, ৩ থেকে ৫ টনের অধিক ধান, চাল ও ভোজ্য তৈল কোন ব্যবসায়ী মজুদ করে রাখলে অবশ্যই খাদ্য নিয়ন্ত্রক অফিসকে জানাতে হবে এবং বাধ্যতামূলক খুচরা খাদ্য শস্য লাইসেন্স করতে হবে। কানাইঘাট বাজার সহ উপজেলার অন্যান্য হাট/বাজারে ৫৪ জন ব্যবসায়ী খাদ্য শস্য লাইসেন্স রয়েছে। কিন্তু যে সব ব্যবসায়ী অদ্যাবধি পর্যন্ত লাইসেন্স নবায়ন করেননি তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শাস্তির আওতায় আনার জন্য নির্বাহী কর্মকর্তা পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি বাজারে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখবেন। তিনি নির্দিষ্ট ফিস ব্যাংক প্রদান করে লাইসেন্স নবায়নের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৪জুলাই ২০১৮ ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়