নিজস্ব প্রতিবেদক:
সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়ার উদ্যোগে কানাইঘাট দীঘিরপাড় পূর্ব ইউনিয়নে বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার বিকেল ২টায় দীঘিরপাড় ইউনিয়নে বন্যা দূর্গত গ্রাম সর্দারপাড়া, কুওরের মাটি, মৌনগর, মাঝরগ্রামে শতাধিক পরিবারের মধ্যে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সমাজসেবী ও শিক্ষানুরাগী সিলেট ল’কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়ার সভাপতি সাদেক হোসেন তাপাদার, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান আফজল, কানাইঘাট সুরতন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, সংগঠনের প্রতিনিধি মকবুল তালুকদার, ইমরান হোসেন, তাজবীর আহমদ শাহিন, আখলাকুল আম্বিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ত্রাণ বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী এসোসিয়েশন মালয়েশিয়া সিলেট ডিভিশনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসীরা সব সময় দেশের যে কোন দূর্যোগ মূহুর্তে মানুষের পাশে এসে দাড়ান। কানাইঘাটের বন্যা পীড়িত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করায় তিনি সংগঠনের নেতৃবৃন্দকে কানাইঘাটবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ সংগঠন এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ও মানব সেবায় এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের সভাপতি সাদেক হোসেন তাপাদার বলেন, আমরা সিলেটের যারা মালয়েশিয়া প্রবাসী রয়েছি এলাকার সকল মহতী কর্মকান্ডে সাধ্য অনুযায়ী অসহায় মানুষের সহযোগিতা করার চেষ্টা করি। তিনি বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
কানাইঘাট নিউজ ডটকম/০৮জুলাই ২০১৮ ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়