নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ সামছুল হকের উপর জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সামছুল হক কানাইঘাট থানায় বাদী হয়ে তার উপর হামলার চেষ্টাকারী এবং তার পৈত্রিক সম্পত্তি জবর দখলকারী একই এলাকার ৭ জনের বিরুদ্ধে সোমবার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায় গত রবিবার সকাল ১১টার দিকে ইউনিয়নের বাউরভাগ ১মখন্ড গ্রামের শেখ হবিবার আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা সামছুল হকের বসত বাড়ীর পাশে অবস্থিত একখন্ড জমি বাউরভাগ ২য় খন্ড গ্রামের আকমল হোসেন গংরা জবর দখলের চেষ্টা করলে তিনি প্রতিবাদ করলে তাকে প্রাণে হত্যার জন্য চেষ্টা করা হয় বলে মুক্তিযোদ্ধা সামছুল হক জানান। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সামছুল হক কান্না জড়িত কণ্ঠে বলেন, ১৯৭৫ ইং সনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যার পর এলাকার কিছু দুষ্কৃতিকারী স্বাধীনতা বিরোধী চক্র তাকে প্রাণে হত্যার চেষ্টা করলে তিনি নিজ বাড়ী ছেড়ে ভারতে চলে যান। এর পর তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকাবস্থায় তার পৈত্রিক অনেক জমিজমা এবং বসত বাড়ী পর্যন্ত এলাকার কিছু ভূমি খেকো ব্যক্তি দখল করে নেয়। ২০০৬ সালে দেশে ফিরে এসে সামছুল হক দেখতে পান তার সমস্ত জমিজমা এলাকার লোকজন দখল করে নিয়েছে। জমি উদ্ধারের চেষ্টা করলে তাকে কয়েক দফা প্রাণে হত্যার চেষ্টা করা হয়। জমি জমা ফিরে পেতে সহায় সম্বলহীন বীরমুক্তিযোদ্ধা সামছুল হক আদালতে মামলা মোকদ্দমা করলে বর্তমানে তাকে নানা ভাবে তার জমি দখলকারী ব্যক্তিরা প্রাণে হত্যার পায়তারা করছে বলে তিনি জানিয়েছেন। জমিজমা হারিয়ে অসহায় এ বীর মুক্তিযোদ্ধা পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
কানাইঘাট নিউজ ডটকম/১৬জুলাই ২০১৮ ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়